Friday, December 26, 2025

চোরকে দেখে ফেলেন র‍্যাব সদস্যের স্ত্রী, অতঃপর…

আরও পড়ুন

জামালপুরে এক র‍্যাব সদস্যের স্ত্রীকে হত্যা করে স্বর্ণালঙ্কার নিয়ে গেছে চোর। 

বুধবার (১০ ডিসেম্বর) গভীর রাতে সরিষাবাড়ী উপজেলার শিমলা বাজার এলাকায় এ ঘটনা ঘটে। 

নিহতের নাম লিপি আক্তার। তিনি র‍্যাব-২-এর উপপরিদর্শক (এসআই) পদে কর্মরত মহর আলীর স্ত্রী।

সরিষাবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বাচ্ছু মিয়া বলেন, আজ রাত আনুমানিক ২টা থেকে ৩টার মধ্যে জানালার গ্রিল কেটে ঘরে প্রবেশ করে চোর। কিন্তু বিষয়টি টের পেয়ে যান লিপি আক্তার। তাই লিপি আক্তারকে শ্বাসরোধে হত্যা করে স্বর্ণালঙ্কার নিয়ে যায় চোর।

আরও পড়ুনঃ  ১৭ ঘণ্টাতেও উদ্ধার হয়নি শিশুটি, চলছে সুড়ঙ্গ খোঁড়ার কাজ

তিনি আরও বলেন, মরদেহের প্রাথমিক সুরতহাল শেষ করা হয়েছে। ময়নাতদন্তের জন্য জামালপুর জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হবে। 

ওসি বলেন, এ ঘটনায় দোষীদের আইনের আওতায় আনতে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হয়েছে।

আপনার মতামত লিখুনঃ

আরও পড়ুন

সর্বশেষ সংবাদ