Friday, December 26, 2025

যে কারণে ট্রাইব্যুনালে এলেন ডাকসু ভিপি সাদিক কায়েম

আরও পড়ুন

ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) ভিপি সাদিক কায়েম আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে এসেছেন। বৃহস্পতিবার (১১ ডিসেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে চব্বিশের জুলাই-আগস্টে সংঘটিত মানবতাবিরোধী অপরাধের মামলায় তদন্ত কর্মকর্তার কাছে জবানবন্দি দিতে ট্রাইব্যুনালে আসেন তিনি।

ডাকসুর ভিপির সঙ্গে রয়েছেন ছাত্র পরিবহন সম্পাদক ও সিনেট সদস্য আসিফ আব্দুল্লাহ এবং সাহিত্য ও সাংস্কৃতিক সম্পাদক মুসাদ্দিক আলী ইবনে মোহাম্মদ।

এ সময় সাদিক কায়েম সাংবাদিকদের জানান, ছাত্র আন্দোলন চলাকালে বহিরাগতদের নিয়ে এসে শিক্ষার্থীদের ওপর হামলা করিয়েছিলাম তৎকালীন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভিসি মাকসুদ কামাল। তার নির্দেশে শিক্ষার্থীদের ওপর গুলি, হাতবোমা নিক্ষেপ করা হয়।

আরও পড়ুনঃ  জানা গেল কবে কখন দেশে ফিরছেন তারেক রহমান

তিনি আরও বলেন, আমরা যখন হাসপাতালে যাচ্ছিলাম, সেই হাসপাতালেও যুবলীগের সন্ত্রাসীরা, নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের সন্ত্রাসীরা এবং খুনি হাসিনার পেটোয়া বাহিনী আমাদের ওপর দফায় দফায় হামলা করেছিল। পরে ১৬ জুলাই আমরা যখন শহীদ মিনারে প্রোগ্রাম করছিলাম সেখানে হামলা করেছিল। এরপর ১৭ জুলাই গায়েবানা জানাজা যখন হচ্ছিল সেখানে হামলা করেছিল, পরে ক্যাম্পাস বন্ধ করে দিয়েছিল।

ভিপি সাদিক বলন, তো এই যে খুনি হাসিনার প্রশাসন, যাদের ইন্ধনে আমাদের ভাইবোনদের শহীদ করা হয়েছে, রক্তাক্ত করা হয়েছে তাদের বিরুদ্ধে আজ আমরা সাক্ষী দিতে এসেছি। তো আমরা সাক্ষ্য দেওয়ার পরে বিস্তারিত আপনাদের ব্রিফ করবো।

আরও পড়ুনঃ  যানজটে আটকে পড়া গাড়িতে ছিনতাইয়ের ভিডিও ভাইরাল।

এদিন ট্রাইব্যুনাল-২ এ কুষ্টিয়ায় ছয়জনকে হত্যার ঘটনায় মানবতাবিরোধী অপরাধের মামলায় আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক মাহবুবউল আলম হানিফসহ চারজনের বিরুদ্ধে দ্বিতীয় দিনের সাক্ষ্যগ্রহণ চলছে। এ মামলায় প্রথম সাক্ষীর জবানবন্দি নেওয়া হয়েছে ক্যামেরা ট্রায়ালে। সাক্ষীদের নিরাপত্তার কথা বিবেচনায় রেখে এভাবে সাক্ষ্য নিয়েছেন বলে জানিয়েছেন প্রসিকিউশন। 

আপনার মতামত লিখুনঃ

আরও পড়ুন

সর্বশেষ সংবাদ