Friday, December 26, 2025

যানজটে আটকে পড়া গাড়িতে ছিনতাইয়ের ভিডিও ভাইরাল।

আরও পড়ুন

রাজধানীর রেডিসন ব্লু ওয়াটার গার্ডেন হোটেলের সামনে বুধবার রাতে একটি ছিনতাইয়ের ঘটনা ঘটেছে। ওই সময় যানজটে আটকে থাকা এক গাড়ির পেছনে দাঁড়িয়ে থাকা দুটি ছিনতাইকারী একটি ব্যাগ নিয়ে পালিয়ে যায়। ঘটনার একটি ভিডিও স্যোশাল মিডিয়ায় ভাইরাল হয়েছে, যেখানে ছিনতাইকারী ধারালো অস্ত্র নিয়ে গাড়ির পেছনের গ্লাস দিয়ে ঢুকে একটি ব্যাগ নিয়ে চলে যাচ্ছেন। 

ভিডিওতে দেখা গেছে, অপর একজন ছিনতাইকারী পালিয়ে যাওয়ার আগে পেছনে থাকা অপর একটি গাড়ির লোককে দ্রুত সরে যেতে সংকেত দিচ্ছেন।

আরও পড়ুনঃ  দেশে আজ যে দামে বিক্রি হবে সোনা, ভরি কত?

ঘটনাটি বুধবার রাত ৮টা ৩৫ মিনিটে ঘটে এবং এটি একটি ১৫ সেকেন্ডের ভিডিওতে ধারণ করা হয়। ভিডিওটি পরবর্তীতে স্যোশাল মিডিয়ায় ছড়িয়ে পড়লে তা মুহূর্তের মধ্যে ভাইরাল হয়ে যায়। ভিডিওতে যারা এ ঘটনা ধারণ করছিলেন, তাদের একজন জাতীয় জরুরি সেবা নম্বর ৯৯৯-এ ফোন করে পুলিশকে জানানোর কথা বলছিলেন।

মা-মেয়েকে হত্যার কারণ জানালেন গৃহকর্মী আয়েশার স্বামী
ক্যান্টনমেন্ট থানার পুলিশ কর্মকর্তা (ওসি) দাউদ হোসেন জানিয়েছেন, তারা এই ঘটনায় অবগত হয়েছেন এবং তদন্ত শুরু করেছেন। তিনি জানান, রাত সাড়ে ১২টার দিকে পুলিশ ঘটনাটি নিয়ে কাজ শুরু করেছে এবং ছিনতাইকারীদের শনাক্ত করার জন্য চেষ্টা চলছে।

আপনার মতামত লিখুনঃ

আরও পড়ুন

সর্বশেষ সংবাদ